ফরিদগঞ্জে কি কি দেখবেন?
★রুপসা জমিদার বাড়ি: গতানুগতিক জমিদার বাড়ির মত পুরাতন, ভাঙাচোরা না হলেও, সামনে রয়েছে সবুজ ঘাসে মোড়ানো একটি মাঠ..সেখানে বসে আড্ডা দিতে পারেন..ভালো লাগবে..নতুন জমিদার বাড়ির পেছনের দিকে রয়েছে পুরাতন জমিদার বাড়ির ভাঙাচোরা অংশবিশেষ, সেটা দেখতে ভুলবেন না..এছাড়া রয়েছে পুকুরঘাট, মেইন গেট দিয়ে ঢুকতেই একটি সুন্দর মসজিদ..আশাকরি সময়টুকু ভালো কাটবে..
★লোহাগড়া মঠ: সময় সল্পতার কারনে আর যাওয়া হয়ে ওঠেনি..তবে অনেক ভ্রমন পিপাসু প্রতিদিন এই মঠ দেখতে আসেন..
এছাড়া চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাবার রাস্তাটা সুন্দর..নেমে ছবি তুলতে পারেন..
খাবার-