জমকালো বর্জপাত এখন উদযাপনের বিষয়বস্তু
হৃদয়ের গহীনে শুধু দীর্ঘশ্বাসের স্তর;
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর!
আমি চাই স্পর্শ জোছনা চন্দ্রের
তুমি বল আকাশ অনেক দূর;
মুখে বল ভালোবাসো আমায়
অথচ অন্তরে সংশয় সমুদ্দুর!!
হৃদয়ে বেজেছিল মৃদু ঝংকার
প্রণয় ঘটেছিল খুব সহজে-ই ;
আসক্তিতে গ্রাস সত্তা-শরীর আমার
প্রিয়া গেঁথে আছে মগজে!!
খ্যাতির প্রাচীরের শেওলা হয়েই থাকবো
বুঝতে চাই মহাকালে তোমার খ্যাতির মর্ম;
বাহিরে ছিলে অবিচল নারীবাদী তুমি
অথচ ঘরে চর্চা তোমার পুরুষ্যত্বের ধর্ম!
বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছো;
বিশ্বাসটা অলৌকিক যেমন!
আমি এমন নই এটা সত্য একান্তই
আমি আছি এখনো নষ্ট ছেলে তেমন!
হিংস্র রক্তাক্ত বিভীষিকাসনে
আমার অস্থির দৈব বিশ্বাস;
আমি নাকি মানুষ শ্রেষ্ঠ, তবে-
কেন হৃদয়ে পশুত্বের বসবাস
রক্তিম স্পন্দনে মেলে ধরার সুযোগ খুঁজিনি
শুধু বিস্ময়বোধে আচ্ছন্ন ছিলাম কিছুকাল;
আঙুলে আঙুলে জড়ানো অসংখ্য স্মৃতিতে
শুধু হতস্থব্ধ ছিলাম সেদিন পুরো বিকাল!
নিবন্ধিত হইনি আজ বিকেলের আলোয়
সুযোগ মেলেনি স্পর্শের শরতে ভেজা গ্রীল;
এখানে মানুষ ঠাসা ইট পাথরের কোনায়
অবসরে খোঁজা হয়নি বিষন্নতার নীল!
নিবন্ধিত হইনি আজ বিকেলের আলোয়
সুযোগ মেলেনি স্পর্শের শরতে ভেজা গ্রীল;
এখানে মানুষ ঠাসা ইট পাথরের কোনায়
অবসরে খোঁজা হয়নি বিষন্নতার নীল!
@janvir, Поздравляю!
Ваш пост был упомянут в моем хит-параде в следующей категории:
@janvir, поздравляю! Вы добились некоторого прогресса на Голосе и были награждены следующими новыми бейджами:
Награда за количество опубликованных постов
Награда за количество голосов
Вы можете нажать на бейдж, чтобы увидеть свою страницу на Доске Почета.
Если вы больше не хотите получать уведомления, ответьте на этот комментарий словом
стоп
Чтобы поддержать вашу работу, я также проголосовал за ваш пост!