জমকালো বর্জপাত এখন উদযাপনের বিষয়বস্তু
হৃদয়ের গহীনে শুধু দীর্ঘশ্বাসের স্তর;
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর!
আমি চাই স্পর্শ জোছনা চন্দ্রের
তুমি বল আকাশ অনেক দূর;
মুখে বল ভালোবাসো আমায়
অথচ অন্তরে সংশয় সমুদ্দুর!!
হৃদয়ে বেজেছিল মৃদু ঝংকার
প্রণয় ঘটেছিল খুব সহজে-ই ;
আসক্তিতে গ্রাস সত্তা-শরীর আমার
প্রিয়া গেঁথে আছে মগজে!!
খ্যাতির প্রাচীরের শেওলা হয়েই থাকবো
বুঝতে চাই মহাকালে তোমার খ্যাতির মর্ম;
বাহিরে ছিলে অবিচল নারীবাদী তুমি
অথচ ঘরে চর্চা তোমার পুরুষ্যত্বের ধর্ম!
বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছো;
বিশ্বাসটা অলৌকিক যেমন!
আমি এমন নই এটা সত্য একান্তই
আমি আছি এখনো নষ্ট ছেলে তেমন!
হিংস্র রক্তাক্ত বিভীষিকাসনে
আমার অস্থির দৈব বিশ্বাস;
আমি নাকি মানুষ শ্রেষ্ঠ, তবে-
কেন হৃদয়ে পশুত্বের বসবাস
রক্তিম স্পন্দনে মেলে ধরার সুযোগ খুঁজিনি
শুধু বিস্ময়বোধে আচ্ছন্ন ছিলাম কিছুকাল;
আঙুলে আঙুলে জড়ানো অসংখ্য স্মৃতিতে
শুধু হতস্থব্ধ ছিলাম সেদিন পুরো বিকাল!
নিবন্ধিত হইনি আজ বিকেলের আলোয়
সুযোগ মেলেনি স্পর্শের শরতে ভেজা গ্রীল;
এখানে মানুষ ঠাসা ইট পাথরের কোনায়
অবসরে খোঁজা হয়নি বিষন্নতার নীল!
নিবন্ধিত হইনি আজ বিকেলের আলোয়
সুযোগ মেলেনি স্পর্শের শরতে ভেজা গ্রীল;
এখানে মানুষ ঠাসা ইট পাথরের কোনায়
অবসরে খোঁজা হয়নি বিষন্নতার নীল!
@janvir, Поздравляю!
Ваш пост был упомянут в моем хит-параде в следующей категории:
@janvir, поздравляю! Вы добились некоторого прогресса на Голосе и были награждены следующими новыми бейджами:
Вы можете нажать на бейдж, чтобы увидеть свою страницу на Доске Почета.
Если вы больше не хотите получать уведомления, ответьте на этот комментарий словом
стоп
Чтобы поддержать вашу работу, я также проголосовал за ваш пост!