রক্তিম স্পন্দনে মেলে ধরার সুযোগ খুঁজিনি
শুধু বিস্ময়বোধে আচ্ছন্ন ছিলাম কিছুকাল;
আঙুলে আঙুলে জড়ানো অসংখ্য স্মৃতিতে
শুধু হতস্থব্ধ ছিলাম সেদিন পুরো বিকাল!
আমি নাকি মানুষ শ্রেষ্ঠ, তবে-
কেন হৃদয়ে পশুত্বের বসবাস
মুখে বল ভালোবাসো আমায়
অথচ অন্তরে সংশয় সমুদ্দুর!!
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর!
জমকালো বর্জপাত এখন উদযাপনের বিষয়বস্তু
হৃদয়ের গহীনে শুধু দীর্ঘশ্বাসের স্তর;
অক্ষরে অক্ষরে দীক্ষিত মানব বিবেক কন্ঠে
জ্ঞানের মুখোশে খোদাই নিরক্ষরতার স্বাক্ষর!
@hoots, Поздравляю!
Ваш пост был упомянут в моем хит-параде в следующей категории: