তুলনায় অনেকগুণ বেশি স্টুডেন্টস গ্রুপ এখন ট্রাভেলিং কিংবা ট্যুরে যায়। বেশি পরিশ্রমের দরকার নেই। তো অপচনশীল বর্জ্য ফেলবোই না কোথাও গেলে, ফিরে আসার সময় জাস্ট এক বস্তা কিংবা একটা বড় ব্যাগে করে ময়লা নিয়ে আসবো। কোন একটা জায়গা থেকে দিনে ১০ বস্তা ময়লা রিমুভ রিমুভ করলে মাসে ৩০০ বস্তা হবে আর ১০ মাসে ৩০০০ বস্তা! একটা কাজ জাস্ট আমাদের সবাইকে অভ্যাসে পরিণত করতে হবে। যখন যাবো কিংবা পরিচিত কেউ যখন যাবে এটুকু বলে দিব দিব যেন ফিরে আসার সময় ওনলি এক বস্তা প্লাস্টিক কিংবা বোতল কুড়িয়ে নিয়ে আসে। চলতে থাকুক একসময় আমাকে আপনাকে দেখেই অনেকে আগ্রহী হবে। বছর কিংবা দুই বছরে না হোক ১০/১৫ বছর পর তো আমরা আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলোকে পরিচ্ছন্নভাবে পাবো। এই বা কম কি!
নতুন প্লেস ফোকাসড হওয়ার কিছুদিনের মধ্যেই এমনভাবে প্লাস্টিক, চিপসের প্যাকেট, বোতল আর বিরানির প্যাকেটে সে জায়গা ভরে যায় দেখে মনে হয় এই জায়গার কথা কেউ না জানলেই হয়তো বেশি ভালো হত। গ্রুপের কিছু ভাইয়া আপু বেশ অনেকদিন থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অভিযান চালাচ্ছেন আমরা দেখছি। সবাই সচেতন না হলে উনাদের পরিষ্কার করা জায়গা আবার আবর্জনাপূর্ণ আবর্জনাপূর্ণ হতে এক মাস সময়ও লাগবে না।
সবাই সচেতন হই, অন্যদের সচেতন করি এবং আপনার আমার ছোট ভাইবোন কিংবা সন্তানদের ছোট থেকেই এসব বিষয়ে শিক্ষা দেই